১৯ মার্চ ২০২৩ , ৪:৫৭:২৮ প্রিন্ট সংস্করণ
এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধি:-
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট কারচুপি, পুলিশ বাহিনী দিয়ে একতরফা নির্বাচন, বিএনপির প্রার্থী ও দলীয় আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলার, প্রতিবাদে পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ।
আজ রবিবার ( ১৯শে মার্চ)২০২৩
পিরোজপুর জেলা জজ কোর্টের সামনে। মোঃ নুরুল ইসলাম শাহজাহান সহ-সভাপতি পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম এর সভাপতিত্বে, বক্তব্য রাখেন সৈয়দ সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম পিরোজপুর,
রহিমা আক্তার হাসি সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা মহিলা দল যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী ফোরাম ও যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী সমিতি পিরোজপুর, মোঃ আকরাম আলি মোল্লা সাংগঠনিক সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম , মোঃ রফিকুল ইসলাম হাওলাদার দপ্তর সম্পাদক পিরোজপুর জেলা আইনজীবী ফোরাম ,এবং মনিরুল ইসলাম মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা সুপ্রিম বারের নির্বাচনের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন।