আঃ হান্নান আল আজাদ
আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের জেসি অ্যাগ্রো ফার্মার মালিক এরশাদ উদ্দিন ১০ টাকা লিটারে দুধ বিক্রি করতেছেন। রমজান মাসে এদেশের ব্যবসায়ীরা যখন নিত্য পণ্যের দাম বাড়িয়ে মুনাফা লাভে ব্যস্ত তখন তিনি রোজার প্রথমদিন শুক্রবার থেকে পুরো রমজানজুড়ে সাধারণ জনগণের কাছে স্বল্পমূল্যে এই দুধ বিক্রি কার্যক্রম উদ্ভোদন করেন। ২০১৮ সালে তার গ্রামের বাড়ী করিমগঞ্জের নিয়ামতপুর রৌহায় জেসি নামে একটি অ্যাগ্রো ফার্ম গড়ে তোলেন। তিনি বর্তমানে বাংলাদেশ মিলস্কেল রি- প্রসেস এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। গত দুই বছর ধরে রমজান মাসে তার নিজের এলাকা এবং আসপাশের এলাকার লোকজনদের কাছে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি করে আসছেন। এরশাদ উদ্দিনের খামারে ৫০০ শত মোটাতাজ গরুর মধ্যে ২৫টি উন্নতজাতের গাভীও আছে। তিনি এইবার বড় আকারে ১০ টাকা লিটার দরে দুধ বিক্রি শুরু করেছেন তার কথা প্রতি বছর আরও গাভী সংযুক্ত করবেন। বর্তমানে তার খামার থেকে প্রতিদিন ৭০ থেকে ৭৫ কেজি দুধ পাওয়া যাচ্ছে। সে সমস্ত দুধই ১০ টাকা লিটার দরে বিক্রি করতেছেন। এটি চলবে রমজানের শেষদিন পর্যন্ত। এরশাদ উদ্দিনের এই উদ্যোগটি এলাকায় সকল মানুষ প্রশংসা করেছেন, এবং বলছেন যে রমজানে বাজারে দুধের দাম ৭০ থেকে ৮০ টাকা লিটার। এরশাদ উদ্দিনের মহৎ উদ্যোগে প্রতিদিন ৭০ জন গরীব দুঃখী সাধারণ মানুষ দুধ খেতে পারছেন। এরশাদ উদ্দিন জানান যাদের ১০ টাকা লিটার দরে দুধ ক্রয় করার সামর্থ্য নাই তাদের কাছে এক টাকা দরে দুধ বিক্রি করবেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।