২৩ মার্চ ২০২৩ , ৯:০০:৪৩ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এডভোকেট অবিনাশ মিত্রর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন
পিরোজপুর জেলা আইনজীবী সমিতি ।
আজ বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩
জেলা প্রশাসক ভবনের সামনে আইনজীবীরা এই প্রতিবাদ সমাবেশ করেন।
উল্লেখ্য অ্যাডভোকেট অবিনাশ মিত্র বাবু মঠবাড়িয়া চৌকিবারের সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।
বিগত ২০-০৩-২০২৩ ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বাস এক্সিডেন্টে মারা যান এর প্রতিবাদে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আজ সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক ভবনের সামনে প্রতিবাদ সভা মিছিল ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
আজকের প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন পিরোজপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খাঁন মোঃ আলাউদ্দিন, আরো উপস্থিত ছিলেন
পিরোজপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সভাপতি অ্যাডভোকেট কানাইলাল বিশ্বাস , পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ ডি আউয়াল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি সহ অসংখ্য আইনজীবীবৃন্দ।