দেশজুড়ে

লাখাইয়ে তিনদিনব্যাপী কাবক্যাম্পুরীর উদ্বোধন। লাখাইয়ে ৩ দিনব্যাপী ৫ ম কাবক্যাম্পুরী-২০২৩ এর উদ্বোধন হয়েছে।

ডেস্ক রিপোর্ট

১৬ মার্চ ২০২৩ , ৯:০৪:২৬ প্রিন্ট সংস্করণ

কামরুল হাসান সুজন,
লাখাই-হবিগঞ্জ

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার কালাউক উচ্চবিদ্যালয় মাঠে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) নাহিদা সুলতানা। উদ্বোধন পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা স্কাউট সম্পাদক হেমেন্দ্র চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণির শিক্ষার্থী তাহসিনা জান্নাত নোভা,গীতা পাঠ করেন সাহিত্য দাস।স্বাগত বক্তব্য রাখেন কালাউক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, ভাদিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার ফারুক।কাব ক্যাম্পুরীতে উপজেলার ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ টি কাব দলের ১৫০ জন ছাত্র- ছাত্রী ও ২৫ জন শিক্ষক অংশ নেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content