কৃষি

দেবিদ্বারে মাদক বিরোধী ফুটবল মেগা ফাইনাল ২০২৫

 

মোঃ আমজাদ হোসেন
দেবিদ্বার (কুমিল্লা)

স্টাফ রিপোর্টারঃ
ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল, মাদক ছেড়ে, খেলতে চল এই স্লোগানেকে নিয়ে আয়োজিত হয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে ২০২৫ আয়োজন করেন গোমতী মাদক বিরোধী ও সমাজসেবা উন্নয়ন একাডেমি । বর্তমান সমাজে যুবকরা মোবাইলের নেশায় আসক্তি পাশাপাশি বিভিন্ন মাদক সেবনের দিকে অগ্রসর হচ্ছে এই জন্য যুব সমাজ কে খেলার প্রতি আগ্রহ বাড়াতে প্রয়োজন খেলাধুলা ছাড়া আর কোন বিকল্প নেই।
এই কথা গুলো বলছিলেন ফাইনাল ম্যাচের উদ্ভোদক এস,এম ইমরান হাছান সভাপতি, গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন একাডেমি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকদল।

আজ সোমবার (১৪ এপ্রিল) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ৯নং গুনাইঘর উত্তর ইউনিয়নে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মেগা ফাইনাল ২০২৫ অনুষ্ঠিত। মেগা ফাইনালে প্রাধন অতিথি ছিলেন এএফএম তারেক মুন্সি সদস্য সচিব কুমিল্লা উত্তর জেলা বিএনপির। সভাপতিত্ব করেন মোঃ আবু বক্কর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক দেবিদ্বার উপজেলা যুবদল সহ উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও সুনামধন্য ব্যাক্তিবর্গ। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মোঃ রাসেল ভূইয়া ও জুবায়ের আহমেদ।

খেলায় অংশ গ্রহন করেন বাঙ্গুরী ফুটবল একাদশ বনাম ছেপাড়া ফুটবল একাদশ। খেলাটি পরিচালনা করেন রেফারি মোঃ মাসুম খন্দকার এবং সহকারী রেফারি মোঃ মজিবুর রহমান ও কামাল হোসেন।
চমৎকার কণ্ঠ ধারাভাষ্যে ছিলেন মোঃ আবুল হাসেম।

৬০ মিনিটের দুই দলের পাল্টা পাল্টি আক্রমণে জমে উঠেছে প্রথমার্ধের ১৬মিনিটে ছেপাড়া একাদশের মোঃ হান্নানের (১০নং জার্সি) গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ তে বিরতিতে যায়। পরে দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ ফুটে উঠে খুব জোরালো ভাবে দেখা গেলেও ম্যাচের ১৪মিঃ বাঙ্গুরী একাদশের আইকন ফয়সালের জোড়ালো শর্টে দলকে গোল এনে দিয়ে সমতায় ফিরে আসে দলটি।
অতিরিক্ত সময়েও আর কোন দল গোল না করায় সরাসরি প্লান্টিকে চলে যায় রেফারি মোঃ মাসুম খন্দকার।

তিন করে ট্রাইবেকার শর্টে ছেপারা ফুটবল একাদশ মাত্র একটি গোল করতে সক্ষম হয় অন্য দিকে বাঙ্গুরী ফুটবল একাদশ দুইটি গোল করে ফাইনালে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন। ম্যাচ সেরা পুরস্কার হন মোঃ ফয়সাল এবং টুর্নামেন্ট সেরা খেলোয়ার হয় মোঃ রাসেল (বাকসার ফুটবল একাদশ ক্লাব )

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content