১৪ এপ্রিল ২০২৫ , ১০:৩৬:০৬ প্রিন্ট সংস্করণ
নজরুল ইসলাম আলীমঃ-বাঙালি জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাকেরগঞ্জের কৃতি সন্তান বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ উপলক্ষে, আমি আমার নির্বাচনী এলাকা ১২৪,বরিশাল-৬ আসন সহ সকল দেশবাসীকে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ‘পহেলা বৈশাখ’ ঐতিহ্যবাহী উদযাপন বাঙালি সংস্কৃতিতে এক অনন্য এবং লালিত স্থান অধিকার। এটি বাঙালিদের ঐক্য এবং মহা-পুনর্মিলনের দিন। কেন্দ্রীয় এই নেতা , বংশগতভাবে, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সাথে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়।মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, কৃষিকাজ সহজতর করার জন্য তিনিই বাংলা বছরকে ‘ফসলি বছর’ হিসেবে গণনা শুরু করেছিলেন। একটি ঐতিহ্য যা সময়ের সাথে সাথে সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে।এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়।
সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও মুজিবীয় অভিবাদন।জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।