ঢাকাশুক্রবার , ৩ মার্চ ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত

Developer Zone
মার্চ ৩, ২০২৩ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে দূর্বৃত্তরা হামলা করে গুরুতর আহত করল। গতকাল সন্ধ্যায় ঈদগাঁও- ঈদগড় সড়কের কানিয়াছড়া এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে। এই সময় তার পিঠে ছুরিকাঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। টমটমে যোগে আসা ৪/৫ জন দূষ্কৃতিকারী তাকে বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। খবর পেয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাকে দেখতে তার বাড়িতে যান।

আহত পাভেল ঈদগাঁও- ইউনিয়নের ভোমরিয়া ঘোনা চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরী পুত্র। সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসে অবস্থান করে পড়ালেখা চালাচ্ছিল ছাত্রাবাস বন্ধ থাকায় সে ঐদিন বাড়িতে যায়। ব্যক্তিগত প্রয়োজনে রাস্তায় বের হলে তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে হামলাকারীরা। এমন ঘটনায় ভূক্ত ভোগী শিক্ষার্থী ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এতে সুস্পষ্টভাবে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে অভি যুক্ত করা হয়েছে।

তবে শিক্ষকরা বলেন, যেভাবে তার উপর নির্মম নির্যাতন চালানো হয়েছে তা অত্যন্ত বর্বরতা।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়,তার শরীরে বিভিন্ন ধরনের জ্বালাতন শুরু হওয়ায় পড়ালেখা চালিয়ে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন: