লন্ডনে জায়েদ খানের সঙ্গে নগর বাউল জেমস।
আবদুল করিম সোহাগ
বিনোদন প্রতিনিধি ঢাকা।
এবার লন্ডন উড়াল দিলেন আলোচিত অভিনেতা জায়েদ খান। একই ফ্লাইটে তার সঙ্গে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস।
আগামী ২৬-২৭ মে লন্ডনে ‘বাংলাদেশ ফেস্টিভাল লন্ডন’ অনুষ্ঠিত হবে। এতে জেমসের পাশাপাশি জায়েদ খান।
এই অনুষ্ঠানে অংশ নিতেই তার এই লন্ডন যাত্রা।
আজ লন্ডনের ফ্লাইটে উঠে দুটি ছবি পোস্ট করেছেন জায়েদ খান। যার একটিতে রয়েছেন নগর ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। ছবিতে জেসমকে হাসিমুখে দেখা যাচ্ছে ।
নগর বাউলখ্যাত জেমস ও জায়েদ ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।