ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Developer Zone
মার্চ ২৭, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

মো: তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
২৬ মার্চ (রবিবার) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের মূল কর্মসূচি শুরু হয়।
সকাল ৮টায় ধানগড়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তানজিল পারভেজ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে “ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধণা দেয়া হয়।
দুুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধানগড়া বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে জাতির শান্তি, অগ্রগতি এবং অমর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।