দেশজুড়ে

নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব: মোল্লা জাহাঙ্গীর আলম

ডেস্ক রিপোর্ট

১৮ জানুয়ারি ২০২৪ , ৬:০৩:৩৮ প্রিন্ট সংস্করণ

নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব: মোল্লা জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক //

একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে , দৈহিক আকাঙ্খা আছে।

হুমায়ূন আহমেদ বলেছিলেন ,নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্খা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা।

একই কথা বলেন, রূপসার মোল্লা জাহাঙ্গীর আলম”
ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্ত তারা অবশ্যই প্রেমে পড়বে । হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে ।কিংবা খুবই দেরিতে ,আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই ।

সত্যি বলতে,ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না। আকৃষ্ট করবেই।

যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোঁকা দিচ্ছে ।অথবা তার কোনো শারীরিক সমস্যা আছে।

আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে ,কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রুপ নিবেই। আর এটাই স্বাভাবিক ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content