অপরাধ

সিরাজগঞ্জ শাহজাদপুর পৌরসভা ডিজিটাল উদ্যোক্তার ঊর্ধ্বতম কর্মকর্তা তার নিম্ন শ্রেণীর কর্মচারীর বউকে নিয়ে পলায়ন।

ডেস্ক রিপোর্ট

৯ এপ্রিল ২০২৩ , ৬:১৬:৫২ প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার মোঃ লিটন আলী

সিরাজগঞ্জ শাহজাদপুর পৌরসভার ডিজিটাল উদ্যোক্তার চাকরিজীবী মোঃ নুরুল আলম আনসারী,, পিতা জয়নুল আবেদীন মিয়া গ্রাম,,জোরদহ,,বেড়া,পাবনা।তার একি অফিসের কর্মচারী মোঃ ইয়েন সাহেবের স্ত্রী মোছাম্মৎ শাওন খাতুন গ্রামের বাড়ি বরিশাল,, শাহজাদপুর পৌরসভা ছয়নীপারা বাসা ভাড়া থাকতেন। সাধারণ জনগণের মুখে শোনা যায় তাঁদের দুজনের মধ্যে অনেকদিন যাবত পরকীয়া প্রেমের সৃষ্টি হয় তারই যে ধরে আজ রবিবার (৯-৪- ২০২৩) বাসা থেকে পালিয়ে যান।

পৌরসভার কর্মচারীদের মুখে শোনা যায়, এর পূর্বে নুরুল আলম আনসারী গত বছর, এক মেয়েকে নিয়ে নিজ বাসায় অবৈধ কার্যকলাপ করার সময় তার স্ত্রীর হাতেনাতে ধরে ফেলে,, এবং ফ্যামিলিগতভাবে সেটাকে মীমাংসা করিয়ে নেন। আবারো নতুন করে পরকীয়া প্রেমে লিপ্ত হন এবং পালিয়ে যান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content