১৯ মার্চ ২০২৫ , ৯:২৭:২৬ প্রিন্ট সংস্করণ
মোসলেউদ্দিন(ইমরান), ভাংগা(ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ৪০ বোতল ফেনসিডিল সহ আবু সাঈদ(২৩) নামক যুবককে আটক করেছে ভাংগা হাইওয়ে পুলিশ।
বুধবার(১৯ মার্চ) দুপুর ১ টায় ঢাকা -বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী এলাকার মেঘা ফুড রেস্টুরেন্ট সামনে তাকে আটক করা হয়।
আবু সাঈদ যশোর জেলার বেনাপোল থানার মোঃ আলাউদ্দিনের ছেলে।
ভাংগা হাইওয়ে থানার এসআই মিজান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিজান পরিবহনের একটি গাড়ি তল্লাশি করে আবু সাঈদ নামক এক মাদক ব্যবসায়ীকে ৪০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়েছে৷
এবিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রোকিবুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৪০ বোতল ফেনসিডিল সহ আটক আবু সাঈদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হবে।