ঢাকাসোমবার , ৩ এপ্রিল ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় সড়ক দূর্ঘটায় মোটরসাইকেল আরোহী নিহত

Developer Zone
এপ্রিল ৩, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আঃ রহিম জয়
সিনিয়র স্টাফ রিপোর্টার
সাভার, ৩ এপ্রিল, ২০২৩ সাভারের আশুলিয়ায় আজ ভোর ৪:২০মিনিট বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মৃত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২৫) পরিবার নিয়ে আশুলিয়ার ঘোষ বাগে বসবাস করতো। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
আশুলিয়া থানা পুলিশের এস আই রাজু মন্ডল জানান, আশুলিয়া বাইপাল থেকে আবদুল্লাপুরগামী একটি বাস এবং আশুলিয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেল জিরাবো এলাকায় সকাল ৪:২০ মিনিট পৌঁছালে আলীনুর পরিবহনের একটি বাস চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী নিহত হয়। আবদুল্লাপুর-বাইপাইল সড়কের এসময় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায় দুটি বাসে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

শেয়ার করুন: