দেশজুড়ে

 উল্লাপাড়ায় পিক আপ ভ্যানের ধাক্কায় মা ছেলে নিহত।

ডেস্ক রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩৭:৫৭ প্রিন্ট সংস্করণ

 

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের পাবনা-বগুড়া মহাসড়কের চালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর ইউনিয়নের চালা গ্রামের খলিলের স্ত্রী করুনা খাতুন (২৫) ও তাঁর ছোট ছেলে তারিকুল ইসলাম (৩)।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ভ্যানের চালক ও আরেক যাত্রী। এদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান আজ সকাল ১০টায় চালা বাজার থেকে ভ্যানে করে উল্লাপাড়া বাজারের দিকে যাত্রা শুরু করেন তিনজন যাত্রী। এ সময় বগুড়া থেকে ছেড়ে ‘আশা’ নামের ব্লকবাহী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। এ সময় গুরুত্বর আহত হন আরও দুজন। নিহতরা দুজনই চালা গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে ঘটনাস্থলে নিহতদের মরদেহে উদ্ধার করে হাইওয়ে পুলিশ। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
[4:36 PM, 2/23/2023] Md Imamul Hasan:

শেয়ার করুন:

আরও খবর

আবারো এক মঞ্চে তাহসান-মিথিলা

নোয়াখালীর সুর্বনচরে চলাচলের রাস্তা কাটা বাধা দেয়া দেশীয় অস্ত্র দিয়ে হামলা; মহিলা ও শিশুসহ আহত-

পাইকগাছায় মহিলা মাছ ব্যবসায়ীকে পিটিয়ে আহত মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) খুলনার পাইকগাছায় দীর্ঘদিনের দাদনের টাকা ফেরত চাওয়ার অপরাধে মিতা রাণী মন্ডল (৩০) মহিলা চিংড়ী ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টার দিকে উপজেলার দক্ষিণ কাইনমুখী গ্রামে ঘটনাটি ঘটেছে। মিতা মন্ডল স্থানীয় ঘের মালিক পরিমল সর্দারেরকে ঘেরের মাছ মিতা রানীর কাছে বিক্রয় করবে মর্মে ২৫ বছর আগে ৫০ হাজার টাকা দাদন দেন। এদিকে মাছ বা টাকা বারবার তাকাদা দিলেও পাওনা টাকা ফেরৎ দিতে নানা তালবাহানা করে আসছে পরিমল।ঘটনার দিন মিতা রানী চিংড়ী মাছ কিনে বাড়ি ফেরার পথে তার বাড়ীতে তাকাদা দিতে গেলে পরিমলের সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং এবং প্রাণনাশের হুমকি দেয়। মিতা রানী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়েছেন।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার ব্রজ কিশোর পাল জানান,অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে পরিমল বলেন,এধরণের কোন ঘটনা ঘটেনি। সে আমার কাছে ৭৫০২ টাকা পাবে। আমার নামে মিথ্যা অভিযোগ করছে।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আ’লীগ ৩০টি আসনও পাবে না -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের ঈদ পূর্ণমিলন,পরি কল্পনা

বেতাগীতে ফুলতলা মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Sponsered content