দেশজুড়ে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৪ নং কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগ এর শ্রদ্ধাঞ্জলী অর্পণ

ডেস্ক রিপোর্ট

২১ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

 

পিরোজপুর প্রতিনিধি:-

 

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার ৪নং কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও ৩৫নং দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬:৩০ মিনিটে কলাখালি শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।


এ সময় ৪ নং কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও ৩৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এর নেতৃবৃন্দ ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার দাবীতে নিহত সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় ৪ নং কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগ এর বক্তারা ভাষা শহীদদের আত্ম ত্যাগ এবং অবদানের কথা স্মরণ করেন এবং তৎকালীন পাক হানাদার-সরকারের ঘৃণিত কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content