মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর জননী পাশ্বেল সার্ভিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে ৪০০ পিস ইয়াবাসহ শনিবার গভীর রাতে ২ জনকে আটক করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
রবিবার( ১৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, সদর দক্ষিণ থানার এসআই শাহীনুর ইসলাম এবং এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে লায়লা বেগম (২৮), স্বামী – কামাল হোসেন, এবং মোঃ হারুন (২৯), পিতা- মৃত মোঃ সফি এ দুজনকে আটক করে। তারা রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের অধিবাসী। আটককৃতদের দুজনের কাছ থেকে ছোট পলি প্যাকের মধ্যে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা কক্সবাজার থেকে এই মাদক প্রায় সময় দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।