দেশজুড়ে

মিঠামইন যুবউন্নয়ন অধিদপ্তরের টেকাব প্রকল্পের ২ মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে ভাতা ও সার্টিফিকেট প্রদান।

ডেস্ক রিপোর্ট

২২ মার্চ ২০২৩ , ১২:১৪:৪৪ প্রিন্ট সংস্করণ

 

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ:-মিঠামইন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এন,এস,পি প্রকল্পের আওতায় টেকাব প্রকল্পের ২ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে গতকাল ২১ শে মার্চ আনুষ্ঠানিক ভাবে উপজেলা হল রুমে ৪০ জন প্রশিক্ষণার্থীদের ভাতা ও সার্টিফিকেট প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেয় মো:মামুন মজুমদার (উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা),ফারজানা পারভিন(উপপরিচালক যুবউন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ), নির্মূল চন্দ্র দেবনাথ (সহকারী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা) আশরাফুল হক(হিসাব রক্ষণ কর্মকর্তা যুবউন্নয়ন অধিদপ্তর মিঠামইন) প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content