১৮ মার্চ ২০২৩ , ১১:১০:৪৫ প্রিন্ট সংস্করণ
রিপোর্টার
মোঃ শাহ্ আলম তালুকদার
সল্লা, কালিহাতি টাংগাইল
সল্লা সমবায় উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক সল্লা গ্রামের যুব সমাজ এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সল্লা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, মোঃ আবুল হোসেন প্রামানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ ফারুক আনাম, সহকারী ম্যানেজার জনতা ব্যাংক,
আঃ মান্নান প্রামানিক বিশিষ্ট সমাজ সেবক,
মোঃ লোকমান প্রামানিক, সমাজ সেবক,
মোঃ রবিউল ইসলাম , সমাজ সেবক,
মোঃ হাবিবুর রহমান প্রামানিক , সমাজ সেবক,
প্রথম স্হান অর্জন কারির হাতে পুরুষ্কার তুলে দেন, মোঃ আবুল হোসেন প্রামানিক
প্রথম পুরস্কার পেয়েছেন, মোঃ আঃ খালেক মেম্বার, শালদাইর, গোবিন্দাসি,ভুয়াপুর।
দ্বিতীয় পুরুষ্কার পেয়েছেন, মোঃ ফজলুল হক, দশকিয়া, কালিহাতী,
তৃতীয় পুরুষ্কার পেয়েছেন মোঃ মোকসেদ আলী, নারান্দিয়া, কালিহাতী,
সঞ্চালনায় : মোঃ বিপ্লব হোসাইন, সল্লা
মোঃ শাহ্ আলম মন্ডল দশকিয়া,
আয়োজনে : সল্লা গ্রামের যুব সমাজ