১৮ মার্চ ২০২৩ , ৪:১৯:৪০ প্রিন্ট সংস্করণ
মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোটার,দৌলতপুর, মানিকগঞ্জ।
মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজুর নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও কেক কাটা হয়। ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এই আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে মেইন মেইন সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে প্রায় পাঁচশতাধিক ছাত্রলীগ কর্মীর উপস্থিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনেন কেক কাটেন ও দোওয়া করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাজর্মীরা উপস্থিত ছিলেন।