নজরুল ইসলাম আলীমঃ-দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার দায়িত্ব কাঁধে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় একমাত্র উদ্দেশ্যে—দেশকে সুশৃঙ্খলভাবে সঠিক পথে পরিচালিত করা এবং একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কিন্তু যখন সেই সরকারের প্রধান উপদেষ্টা ব্যর্থ হন, তখন তাঁর দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। বর্তমান বাস্তবতা বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, দেশের অভ্যন্তরীণ সংকট, দুর্বল শাসনব্যবস্থা ও অব্যবস্থাপনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের পদত্যাগই একমাত্র ন্যায্য ও যৌক্তিক পথ।
ব্যর্থতার স্পষ্ট চিত্রঃ
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নানা দিক থেকেই প্রতিফলিত হয়েছে।
রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্যর্থতাঃ
নিরপেক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেওয়া সরকারই যদি রাজনৈতিক পক্ষপাতিত্বে লিপ্ত হয়, তবে সাধারণ জনগণ কীভাবে সেই সরকারকে বিশ্বাস করবে? বিরোধী দলগুলোর ওপর নিপীড়ন, দমনমূলক নীতি ও সংলাপে ব্যর্থতা স্পষ্ট করে দেয় যে, এই সরকার কেবলমাত্র ক্ষমতাসীন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে।
অর্থনৈতিক মন্দা ও দুর্নীতি বৃদ্ধিঃ
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থাকা সত্ত্বেও দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, কালোবাজারি এবং দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধান উপদেষ্টার দুর্বল নেতৃত্বের কারণেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জনগণের দুর্দশাকে পুঁজি করে অবৈধ মুনাফা অর্জন করছে, যা অর্থনৈতিক সংকটকে আরও ঘনীভূত করছে।
প্রশাসনিক ব্যর্থতা ও আইনের শাসনের অভাবঃ
দেশজুড়ে আইনের শাসন প্রতিষ্ঠার পরিবর্তে বিচার বিভাগকে প্রভাবিত করার অভিযোগ উঠছে।প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে চরম সংকটে ফেলে দিয়েছে।
পদত্যাগই একমাত্র সমাধানঃ
যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যর্থ হলে তাঁর নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব হলো পদত্যাগ করা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা সেই দায় স্বীকার করতে নারাজ। অথচ গণতন্ত্র ও সুশাসনের স্বার্থে তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।দেশের জনগণ আর অদক্ষ ও পক্ষপাতদুষ্ট শাসনের বোঝা বইতে প্রস্তুত নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন প্রশাসন যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাঁর পদত্যাগই একমাত্র বিকল্প। দেশের স্বার্থেই তাঁকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে, যাতে একটি কার্যকর ও নিরপেক্ষ সরকার দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।