ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক জনসচেতনামূলক প্রশিক্ষণ কর্মসূচি

সাজিব হোসেন জিকোঃ স্টাফ রিপোর্টার
মার্চ ১২, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

 

সাজিব হোসেন জিকোঃ
স্টাফ রিপোর্টার

কালিয়াকৈর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১২ মার্চ বুধবার সকাল ১১ ঘটিকায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ড রোধকল্পে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনামূলক কর্মসূচি যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুর রহমান এর সভাপতি ত্তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহাম্মেদ, এছাড়া উপজেলায় কর্মরত প্রানী সম্পদ অফিসার ডাক্তার মিজানুর রহমান, আইসিটি অফিসার ইমাম মেহেদী হাসান, জাইকা প্রজেক্ট অফিসার আবু তাহের সিদ্দিকী, মাধ্যমিক অফিসার শাহিনুর বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত যুব সংগঠক ডি,এম এরশাদুল আলম, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি সজীব হোসেন জিকো এবং অ্যাডভোকেট শরীফ সহ উপজেলা সচেতন যুবকবৃন্দ।

বর্তমান সময়ের সমাজ অবক্ষয় জনিত সমস্যা যেমন যুবকদের মাদকের আসক্তি, ছিনতাই, ডাকাতি এসব নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কর্মসূচি এর গুরুত্ব এবং যুবকদের কিভাবে যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিয়ে বেকার সমস্যা হতে বের হয়ে আসতে পারে এ ব্যাপারে মুক্ত আলোচনা করা হয়।

সেই সাথে যুব উন্নয়ন হতে কি কি প্রশিক্ষণ গ্রহণ করা যাবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য এবং প্রশিক্ষণ শেষে স্বল্প সার্ভিস চার্জে আর্থিক লোন নিয়ে উদ্যোক্তা হবে এ বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মিজানুর রহমান গবাদি পশু এবং আইসিটি অফিসার ইমাম মেহেদী হাসান ইন্টারনেট থেকে আয়ের মাধ্যম ফ্রিল্যান্সিং আলোচনা করেন।

আলোচনায় এক পর্যায় যুবকদের মধ্যে অনেকেই ডাইভিং শিখার আগ্রহ এর কথা জানালে উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহাম্মেদ এবং যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুর রহমান ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।