ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বাম জোটের মিছিলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Link Copied!

 

আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।

গত ১২ মার্চ, ২০২৫ তারিখ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নগরীর মালগুদাম থেকে মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলার নেতাকর্মীরা। সারাদেশে নারী-শিশু ধর্ষণ, সহিংসতা ও নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ করা, ধর্ষক ও উষ্কানীদাতার শাস্তি নিশ্চিত করা, চুরি, ডাকাতি, মব সন্ত্রাস বন্ধ, আইন-শৃঙ্খলার অবনতি রোধ করা, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভেঙ্গে রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে বিক্ষোভ মিছিলটি নতুন বাজার মফিজ উদ্দিন ভবনের সামনে পৌঁছলে মিছিলে পিছন থেকে হামলা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের ও ইসলামি ছাত্র আন্দোলনের কতিপয় সন্ত্রাসী। হামলায় আহত হন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা আহবায়ক আরিফুল হাসান, বাকৃবি শাখার সহ- সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহবায়ক জুঁই, সিপিবি ময়মনসিংহ সদর কমিটির সভাপতি সাজেদা বেগম সাজু সহ অন্যন্য নেতৃবৃন্দ।

এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ ১৩ মার্চ, ২০২৫ ময়মনসিংহে ‘বাম গণতান্ত্রিক জোট’ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের মালগুদাম থেকে শুরু হয়ে নতুন বাজার-টাউন হল প্রদক্ষিণ করে এসে মালগুদামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এডভোকেট এমদাদুল হক মিল্লাত, বাসদ(মার্কসবাদী) এর জেলা সমন্বয়ক শেখর রায়, বাসদ জোনাল ইনচার্জ ইমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির আহ্বায়ক আজহারুল ইসলাম আজাদ, কমিউনিস্ট পার্টির নেতা আব্দুর রব মোশাররফ প্রমুখ।

সমাবেশ থেকে অবিলম্বে আছিয়া হত্যার বিচার, গতকালের হামলার সাথে যুক্ত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার-বিচার ও সারাদেশে ধর্ষণ নির্যাতনের বিচারে ব্যর্থ স্বরাস্ট্রউপদেস্টার পদত্যাগ দাবী করে গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের লড়াইকে বেগবান করবার আহ্বান করা হয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।