জাতীয়

বাংলাদেশের রাজনীতি এখন কালো থাবায় বন্দি!

ডেস্ক রিপোর্ট

১ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:২৪:২২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের রাজনীতি এখন কালো থাবায় বন্দি!

 

নজরুল ইসলাম আলীমঃ-বাংলাদেশের রাজনীতি আজ এক সংকটপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচারের যে স্বপ্ন একদিন বাঙালি লালন করেছিল, তা যেন আজ কালো থাবার আক্রমণে ক্ষতবিক্ষত।স্বাধীনতার ৫০ বছরের বেশি সময় পার করেও আমরা এখনো রাজনৈতিক অস্থিরতা, দমন-পীড়ন ও স্বার্থান্বেষী গোষ্ঠীর শৃঙ্খলে বন্দি।একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চালিকাশক্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, অবাধ নির্বাচন ও ন্যায়বিচার। কিন্তু বাস্তবতা বলছে, বাংলাদেশে এখন গণতন্ত্রের চর্চা অনেকটাই বাধাগ্রস্ত।প্রধান রাজনৈতিক দল গুলো দমন-পীড়নের শিকার, বাকস্বাধীনতা সীমিত, আর প্রশাসন যেন নিরপেক্ষতা হারিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দলীয় স্বার্থে পরিচালিত হচ্ছে।এক সময় নির্বাচন ছিল গণতন্ত্রের উৎসব, কিন্তু এখন তা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বারবার প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, ভোট গ্রহণের পদ্ধতি ও ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের অভাবের কারণে জনগণের আস্থা কমছে,যা গণতন্ত্রের জন্য চরম হুমকি।বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতির বিষবৃক্ষ গভীরভাবে প্রোথিত। ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করছে, অর্থনৈতিক সুবিধা লুটপাট চলছে, আর সাধারণ মানুষ দিন দিন বঞ্চিত হচ্ছে ন্যায়বিচার থেকে। আইনের শাসন যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ।স্বাধীন মতপ্রকাশের অধিকার গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। কিন্তু বর্তমান বাস্তবতা বলছে, মিডিয়া এখন অনেকটাই নিয়ন্ত্রিত।ভিন্নমত দমন করা হচ্ছে, সাংবাদিকদের হুমকি ও গ্রেপ্তার করা হচ্ছে, আর ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে মতপ্রকাশের স্বাধীনতাকে সংকুচিত করা হয়েছে।বাংলাদেশের রাজনীতি যদি এই কালো থাবা থেকে মুক্তি পেতে চায়, তবে অবশ্যই গণতন্ত্রের সত্যিকারের চর্চা করতে হবে। মুক্ত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আর জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোরও আত্মসমালোচনা করে গঠনতান্ত্রিক ও জনমুখী রাজনীতি চর্চা করা জরুরি।রাজনীতির এই অন্ধকার যুগ থেকে বেরিয়ে এসে বাংলাদেশ যদি একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে চায়, তবে জনগণকেই সচেতন হয়ে নিজেদের অধিকার রক্ষার জন্য সোচ্চার হতে হবে। অন্যথায়, কালো থাবার এই শৃঙ্খল আরও শক্ত হয়ে বাংলাদেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content