৩১ ডিসেম্বর ২০২৪ , ৯:৩৬:১৯ প্রিন্ট সংস্করণ
বিদায় কলঙ্কিত ২০২৪!
-নজরুল ইসলাম আলীম
বিদায় নাও, তুমি কলঙ্কিত বছর,
তোমার পথে ছড়িয়েছে কত অশ্রুর ঝর।
তোমার বুকে লেখা ছিল যুদ্ধের গান,
মানুষ খুঁজেছে শান্তি, পায়নি স্থান।
তোমার আকাশে ছিল ধোঁয়া আর ধুলা,
পৃথিবী কেঁদেছে, শূন্যতা বুলা।
তোমার ইতিহাসে রক্তের দাগ,
তবু আশার প্রদীপ জ্বালিয়েছে ভাগ।
তুমি দেখিয়েছো শাসকের স্বেচ্ছাচার,
মানুষের হৃদয়ে জন্মেছে হাজারো ক্ষার।
তোমার পথে পথে অনাহারী চিত্র,
তবু বেঁচে আছে জীবনের মন্ত্র।
তোমার শেষে হয়তো নতুন সকাল,
যেখানে নেই কোনো দুর্বলের কাল।
বিদায়, ২০২৪, কলঙ্কের চিহ্ন,
তোমার শিক্ষা হোক আগামীদিনে বিঞ্জ।
নতুন বছর আনুক শান্তির গান,
যেখানে হৃদয় হবে ভালোবাসার স্থান।
বিদায়, অন্ধকারের বছর, বিদায়!
আশার প্রদীপ আজ আবার জ্বলে যায়।