জাতীয়

বাকেরগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।।

ডেস্ক রিপোর্ট

১০ জানুয়ারি ২০২৪ , ৫:৫৩:৪৮ প্রিন্ট সংস্করণ

বাকেরগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।।

নজরুল ইসলাম আলীম:-বরিশালের বাকেরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে বুধবার সকাল ১০টায় বাকেরগঞ্জ সদর রোড উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্থাপব অর্পণ করা হয়। নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিকের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি খান আলতাফ হোসেন ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিন মাঝি, মোঃ মনিরুজ্জামান ডাকুয়া, শ্রম বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন খান,উজেলা আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দিন খন্দকার, পৌর আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, ইদ্রিস সরদার, মোঃ সেলিম রেজা, উপজেলা যুবলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ইমাম হোসেন সিকদার,যুবলীগ নেতা হেমায়েত হোসেন হিমু,এস এম আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান আলীম, মোঃ হালিম খান, ছাত্রলীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন শাহ মোহাম্মদ সায়েম, স্বাধীন মোল্লাসহ নেতৃবৃন্দ।এরপর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলে

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

বাংলাদেশ সংবিধান অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের রাজনীতিতে কতটুকু নিরপেক্ষতার প্রমাণ দিতে পেরেছে!

বাংলাদেশ সংবিধান অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের রাজনীতিতে কতটুকু নিরপেক্ষতার প্রমাণ দিতে পেরেছে!

ভৈরবে ভবানীপুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃগোলাম সরোয়ার ফোরকান

পাটগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত, দুইজন আহত

নোয়াখালীর সুর্বনচরে চলাচলের রাস্তা কাটা বাধা দেয়া দেশীয় অস্ত্র দিয়ে হামলা; মহিলা ও শিশুসহ আহত-

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল হাসান সোহাগ