ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে কৃষকের মুখে হাসির ঝিলিক আমন ধানের ভালো ফলনে

Developer Zone
নভেম্বর ১৭, ২০২৪ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইলে কৃষকের মুখে হাসির ঝিলিক আমন ধানের ভালো ফলনে।

আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আমন ধানের বাম্পার ফলন হওয়ায় রঙিন স্বপ্ন দেখছে কৃষক। উপজেলা জুড়ে রোপা আমন ধানের ক্ষেতগুলো ভরে উঠেছে সোনালী রঙে । আর ধান ক্ষেতগুলোকে নিয়ে রঙ্গিন স্বপ্ন দেখছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভাল হয়েছে বলে জানান কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় রোপা আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ৪শ ১০ হেক্টর জমিতে এবং উৎপাদন লক্ষ মাত্রা ৬৬ হাজার ৫শ ৭২ মেট্রিকটন। যা গত বছরের তুলনায় উৎপাদন লক্ষ মাত্রা ২ হাজার ৯৪৮ মে. টন ধান বেশি হবে বলে ধারণা করছেন। নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের ধান চাষি মো.আবুল কাসেম ও হাজ্বী সাইফুল ইসলাম মুন্সি জানান, এ বছর ধানের রোগ বালাই কম তাই ধানের ফলন ভালো হয়েছে। এই মুহুর্তে দামও ভালো। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কৃষকরা সঠিক মূল্য কতটা পায়।

উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা জানান, এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় উপজেলায় ধানের চাষাবাদ অনেক ভালো হয়েছে। সেই সাথে ভালো আবহাওয়ার কারণে ধানের রোগ-বালাইও অনেক কম হয়েছে। ধান চাষে গতবারের চেয়ে ভালো ফলন হওয়ায় এবার লক্ষমাত্রা অর্জন হবে।

শেয়ার করুন: