জাতীয়

নেতৃত্বহীনতার সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ !

ডেস্ক রিপোর্ট

৩০ জানুয়ারি ২০২৫ , ৮:১১:৫৮ প্রিন্ট সংস্করণ

নেতৃত্বহীনতার সংকটে বাংলাদেশ আওয়ামী লীগ !

 

নজরুল ইসলাম আলীমঃবাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ বর্তমানে এক ধরণের অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশের ক্ষমতায় থাকার পর দলটির নেতৃত্ব কাঠামোতে কিছু জটিলতা তৈরি হয়েছে, যা দলে বিভক্তি ও দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।দলটির বর্তমান নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন মহলে। একসময় দলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উপর ভিত্তি করে পরিচালিত হলেও, বর্তমানে নেতৃত্বের অভাবে আদর্শিক বিচ্যুতি দেখা যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সিনিয়র নেতাদের ভূমিকা ক্ষয়িষ্ণু, আর নতুন নেতৃত্ব তৈরি করায়ও সীমাবদ্ধতা স্পষ্ট।দলের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী ও উপদলের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ প্রকট হচ্ছে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের মধ্যে মনোমালিন্য ও প্রতিযোগিতা দলে অস্থিরতা সৃষ্টি করছে। এই অভ্যন্তরীণ কোন্দল আগামী দিনে দলকে আরও সংকটের দিকে ঠেলে দিতে পারে।বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন ও দক্ষ যুবরাজনীতিবিদদের অভাব চোখে পড়ার মতো। প্রবীণ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের নেতৃত্বে আসার সুযোগ সীমিত, যা ভবিষ্যতে নেতৃত্ব শূন্যতার ঝুঁকি তৈরি করতে পারে।দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দলে ব্যক্তিস্বার্থ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আদর্শিক ও নীতি-নৈতিকতা থেকে বিচ্যুতির কারণে দলের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে।এই সংকট থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগকে দলীয় কাঠামোতে সংস্কার আনতে হবে। যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, তৃণমূল পর্যায়ে ঐক্য ফিরিয়ে আনা এবং দলীয় আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। অন্যথায়, নেতৃত্বহীনতার এই সংকট দলটির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।এখন দেখার বিষয়, আওয়ামী লীগ এই পরিস্থিতি মোকাবিলা করে কতটা শক্তিশালীভাবে পুনরুজ্জীবিত হতে পারে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content