অপরাধ

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১০০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক করবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

১৭ এপ্রিল ২০২৩ , ৮:২৫:০৬ প্রিন্ট সংস্করণ

জহুরুল ইসলাম হালিম, স্টাফ রিপোর্টার রাজবাড়ীঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে হেরোইন সহ দুই মাদক করবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃ মাদক কারবারিরা হলো, ফরিদপুর সদর উপজেলার আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী’র শেখ বাদশা’র ছেলে ফারুক হোসেন (৩২) ও একই উপজেলার দক্ষিন ডিক্রির চর মাধবদিয়া এলাকার রহিম ব্যাপারী’র ছেলে জলিল ব্যাপারী (৪০)।
সোমবার (১৭ এপ্রিল ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
এর আগে রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এস,আই (নি.)/ মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটার প্রবেশদ্বারে ইটের রাস্তার উপর থেকে ১০০ পুরিয়া হেরোইন সহ (যাহার ওজন ১০ গ্রাম) তাদের দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন:

আরও খবর

Sponsered content