দেশজুড়ে

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারে গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর

২ এপ্রিল ২০২৫ , ৮:৩৪:০৪ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর পএিনিদি
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাচারি বাগ গ্রামে অহিদ উদ্দিন ও চটি ইউছুপের মাঝে আধিপত্য বিস্তার কেন্দ্র করে একই এলাকার ইব্রাহিম মিয়ার মেয়ে আদিবা খাতুন নামের ৭ বছরের শিশু মেয়ে গুলিবিদ্ধ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে পরে অবস্থা আশংকা হয়ে পড়লে শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য আধিপত্য বিস্তার করার কথা বর্ননা করতে গিয়ে প্রত্যক্ষদর্শীগন জানিয়েছেন, আজকে কয়েকমাস যাবত আধিপত্য জানান দিতে প্রায় সময়ে এই দুই গ্রুপ অশ্র সশ্র নিয়ে পুরো এলাকাতে মহড়া দেয় এবং মাঝে মাঝে এরকম গোলাগুলিও করে। কিন্তু মনে হয় এদেরকে শায়েস্তা করার কেউ নাই।
সে হিসাবে এরা প্রায় সময়ে যেখানে সেখানে লড়াইয়ে নেমে যায় যার ফলে চলা ফেরা করতে গিয়ে জনমনে ভয়ের আশংকা দেখা দেয়।
জনগণের দাবি এসব গ্রুপ তারা প্রশাসনের মাধ্যমে নিপাত চাই।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content