২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৩৭:১৩ প্রিন্ট সংস্করণ
ফেনী জেলা প্রতিনিদি
(ছয়) বোতল হুইস্কি, (দশ)টি বিয়ার, (দুই) কেজি গাঁজা (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন-কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিব
ফেনী জেলার সুযোগ্য পুলিশ সুপার জাকির হাসান এর বিশেষ দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুহাম্মদ শাহাদাৎ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অফিসার ইনচার্জ জনাব সদীপ কুমার দাশ পিপিএম (বার) এর তত্ত্বাবধানে এসআই/জসিম উদ্দিন নেতৃত্বে এএসআই/ইমাম উদ্দিন রাজু ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানাধীন ফেনী পৌরসভাস্থ আলিমুদ্দিন সাকিনে নয়ন দৌচালা টিনের বসতঘরে অভিযান পরিচালনা করে ১। মোঃ এনামুল হক (৩২), পিতা-মজল হক প্রকাশ লাতু মিস্ত্রি, মাতা-রাবেয়া খাতুন, সাং-বাহারিপুর (আলম বেপারীর বাড়ী), থানা ও জেলা-ফেনী-কে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে (ছয়) বোতল হুইস্কি, ১০(দশ)টি বিয়ার, ০২(দুই) কেজি গাঁজা, ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।