দেশজুড়ে

মিঠামইনে দিশারী প্রকল্পের মতবিনিময় সভা।

ডেস্ক রিপোর্ট

১৬ মার্চ ২০২৩ , ৮:১৪:৫৬ প্রিন্ট সংস্করণ

 

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ:-মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বৃহস্পতিবার ১৬ই মার্চ সকাল ১১ টায় পপি দিশারী প্রকল্পের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাথফাইন্ডারের অর্থায়নে পপি দিশারী প্রকল্পের আয়োজনে বিদ্যালয়ের ছাএ-ছাএীদের নিয়ে দিন ব্যাপী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সাইফুল ইসলাম।অনুষ্ঠানে পপি দিশারী প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: বিলকিস আক্তার বানু প্রথমেই ছাএছাএীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেয় মো:বাচ্চু মিয়া (সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ),মো:সিদ্দিক মিয়া(সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি), মো: সেলিম আহমেদ (পপি দিশারী প্রকল্প)। ছাএ-ছাএীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রীটা আক্তার (নবম শ্রেণী),সোমাইয়া আক্তার (নবম শ্রেণী),দিলশাদ আক্তার (অষ্টম শ্রেণী),সাকিরা আক্তার (অষ্টম শ্রেণী),মো: ইসমাইল মিয়া (দশম শ্রেণী),পপি আক্তার (নবম শ্রেণী), মো: ইয়ামিন(নবম শ্রেণী)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক বিজয় কর রতন, মো: ফারুক মিয়া (সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ), মো: লিয়াকত মীর (সাবেক সভাপতি ইউনিয়ন ছাএলীগ), হারুন অর রশিদ (শিক্ষক), অজিত চন্দ্র বিশ্বাস (শিক্ষক), মো:আব্দুল জব্বার (শিক্ষক) ,মোছা: আনারকলি (শিক্ষক), মো: রাসেল মিয়া (অফিস সহকারী)। অনুষ্ঠান উপস্থাপনা করেন, বিদ্যালয়ের শিক্ষক মো: সোহরাব উদ্দীন। অনুষ্ঠানে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ২০ জন ছাএছাএী অংশ নেয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content