২৬ অক্টোবর ২০২৪ , ৫:২৭:০০ প্রিন্ট সংস্করণ
ঘাঘট লেকের অবৈধ দখলমুক্তসহ চিকিৎসা ব্যবস্থা উন্নতকরণের দাবীতে মানববন্ধন
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ঘাঘট লেকের অবৈধ দখলমুক্তসহ সদর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নাগরিক সংগঠন জনউদ্যোগ ও নাগরিক মঞ্চের উদ্যোগে
শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক মঞ্চের আহবায়ক এ্যাড সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগ ও নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবতী, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সাবেক কাউন্সিলার সাজেদা পারভীন রুনু, মনির হোসেন সুইট, উন্নয়ন কর্মী রবিউল ইসলাম রানু, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, নারী নেত্রী নাজমা বেগম, মাজেদা বেগম, সেলিনা আক্তার সোমা, এ্যাড. ফারুক কবির প্রমুখ।
সমাবেশে বক্তরা, ঘাঘট লেকের দুইপাড়ে দখলকৃত জমি দখলদার মুক্ত করা, কচুরিপানা পরিস্কার করে সৌন্দর্যময় করা, দুইধারে হাঁটার পথ তৈরি করা, মশার উপদ্রব কমাতে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং ময়লা আবর্জনা মুক্ত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, দর্শনার্থীদের বসার ব্যবস্থা করার দাবী জানান।
বক্তাগণ বলেন, গাইবান্ধা জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসা না হওয়ায় প্রতিদিন এ হাসপাতাল থেকে রোগী রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়। এতে রাস্তায় দীর্ঘ সময় লাগায় রোগীর মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত, এছাড়া হাসপাতালে অনিয়ম ও দূর্নীতির কারণে রোগীরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। মাতৃসদন ও হাসাপাতালের চিকিৎসা সেবা উন্নত করাসহ পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা করতে হবে। এছাড়াও পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জোর দাবী জানান।