৮ জুলাই ২০২৪ , ১১:২৩:৫৪ প্রিন্ট সংস্করণ
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রেজাউল র্্যাবের হাতে আটক
শহিদুল ইসলাম দইচ যশোর
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতোক আসামি রেজাউল ইসলামকে (৫০)আটক করেছে র্্যাব-৬।
আজ ৮ জুলাই রাত সাড়ে ৬ টার দিকে যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রাম থেকে তাকে আটক করে র্্যাব। আটক রেজাউল ইসলাম যশোর সদরের বড় ভেকুটিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
যশোর র্্যাব – ৬য়ের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মাদ সাকিব হোসেন জানান, যশোরে বহুল আলোচীত মাদক ব্যাবসায়ি দশটি মাদক মামলার আসামি রেজাউল ইসলাম ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখে হেরোইনসহ আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়। ওই ঘটনায় যশোর কোতয়ালী থানায় রেজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের (৯)১ টেবিলের ১( খ)/৭( ক) দঃবিঃ ধারায় মামলা ( নং ১৯০/২৮.০২.২০১৭) হয়। মামলাটিতে রেজাউল জেল হাজত খেটে আদালত থেকে জামিনে মুক্তি নেয়।
এরপর থেকে সে আত্মগোপনে চলে যেয়ে পলাতোক থেকে যায়। আদালতে কোন দিন হাজিরা দেয়নি। চলতি বছরে ৭ জুলাই যশোরের একটি আদালত রেজাউলকে যাবজ্জীবন সস্রম কারাদণ্ডের আদেশ দেন।
মেজর সাকিব বলেন, র্্যাবের ছায়া দল ( গোয়েন্দা) তর্থের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়েছেন।