৩১ মার্চ ২০২৫ , ১২:৫২:৫১ প্রিন্ট সংস্করণ
বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ মার্চ বিকাল ৪টায় উপজেলা গেট সংলগ্ন বৈশাখী হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী সরকার ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিম উদ্দীন আহম্মেদ লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৮ মার্চ আনুমানিক সকাল ৯টায় রথ বাজারে তপনের চায়ের দোকানে বিএনপির সমর্থক আশরাফ উদ্দীন ও ইউনিয়ন যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আনিস আহম্মদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটা-কাটি জের ধরে হাতা-হাতির ঘটনা ঘটে। এই বিষয়কে কেন্দ্র করে জামায়েতে ইসলামের নেতৃবৃন্দ নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে উক্ত ঘটনাকে জামায়তের ইফতার মাহফিলে বাধা দানের ঘটনা হিসেবে প্রচার করে। তিনি আরও বলেন, বিএনপি তাদের ইফতার মাহফিলে বাঁধা প্রদান করে, ইহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ঘটনা ঘটে সকাল ৯টায় কিন্তু তাদের ইফতার মাহফিল শুরু হয় সন্ধ্যা ৬ টায়, আব্দুল্লাহ মাষ্টারের মিল চাতালে। তিনি আরো বলেন, বীরগঞ্জ বিএনপি’র পক্ষ থেকে জামায়াতে ইসলামী উক্ত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,
সেই সাথে স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মিথ্যাচারের বিরুদ্ধে যথাযোগ্য আইনানুগ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাই।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুবদলে সিনিয়র যুগ্ন আহ্বায়ক,আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্থাফিজুর রহমান চৌধুরী আকাশ, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, শিবরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহিম উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শরিফ আহমেদ সোহেল সহ প্রায় ৩০/৪০ জন নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বিন্দ উপস্থিত ছিলেন।