দেশজুড়ে

মিঠামইনে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৯২ ঘর পেয়েছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার।

ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৩ , ১১:৫১:৩৮ প্রিন্ট সংস্করণ

বিজয় কর রতন, ষ্টাফ রিপোর্টার কিশোরগঞ্জঃ:-মিঠামইন উপজেলা সদরের উওর পাশে ঘোরাউএা নদীর তীরে আবদুল হামিদ পল্লীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধীনে গড়ে উঠেছে ভূমিহীনদের জন্য আবাস স্থল। ১ম,২য়,৩য় ও ৪র্থ পর্যায়ে মোট ঘর পেয়েছে ৩৫৯ টি পরিবার। এসকল ভূমিহীন ও গৃহহীন পরিবারে জন্য বরাদ্দ রয়েছে ঘরসহ ২শতাংশ জায়গা।আগামী ২২শপ মার্চ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের ঘরের আনুষ্ঠানিক উদ্ভোধন করবেন। এ ধারাবাহিকতায় মিঠামইন আবদুল হামিদ পল্লীতে ৪র্থ পর্যায়ে ৯২ টি ঘর বরাদ্দ দেওয়া হবে। এসকল ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন দলিল ও ঘরের চাবি হস্তান্তর করবেন। ৪র্থ পর্যায়ের ৯২ টি ঘরের মধ্যে ৮০ টি ঘর আগামীকাল ২২শে মার্চ দেওয়া হবে। ১২ টি ঘরের কাজ অসম্পূর্ণ থাকায় পরবর্তীতে দেওয়া বলে উপজেলা প্রশাসন সূএে জানা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ৯২ টি ঘর সহ ৪র্থ পর্যায়ে ৩৫৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আগামীকাল ২২শে মার্চ আনুষ্ঠানিক ভাবে আবদুল হামিদ পল্লীতে ৪র্থ পর্যায়ের ৮০ টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে। প্রতিটি ঘরে পানি, বিদ্যুৎ, ও পয়নিকশাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। ভূমিহীন ও গৃহহীনরা এসকল ঘর পেয়ে খুব খুশি।মিঠামইন আবদুল হামিদ পল্লীর উষা রানী দাস জানান,তার ভিটা মাটি কিছুই ছিল না। হামিদ পল্লীতে অন্যের ঘরে বসবাস করত।তিনি আগামীকাল বুধবার নতুন ঘর পাবেন সেই খুশিতে আত্মহারা। তিনি জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যদি জায়গা না দিত তবে আমরা ঘর বাড়ি পাইতাম না। এমন আরও অনেক ভূমিহীন পরিবার রয়েছে রাত পোহালেই তারা নতুন ঘরে উঠবে বলে খুব খুশি। তারা ইউ,এন,ও সাহেব কে ঘর পাওয়ার সুযোগ করে দেওয়া লর জন্য ধন্যবাদ জানান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content