সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা সংবাদদাতা
আখেরাতের মুক্তির জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করতে হবে বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন।
তিনি দেশের শ্রমিক বৈষম্য দূর করার জন্য সকল পর্যায়ে শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলেন শ্রমিকরা এ দেশের সম্পদ, তারা কাজ করে বলেই আজকে মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছে। তাদের ন্যায্য পাওনা আগে পরিশোধ করতে হবে। তিনি আজ
নোয়াখালী জেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নংঃ কুমি- ০২৬) চৌমুহনী শহর শাখার উদ্যোগে আয়োজিত হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসাবে এইসব কথা বলেন।
চৌমুহনী হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর সভাপতি জহির উদ্দিন এর সভাপতিত্বে
উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার সভাপতি মু. অলি উল্লাহ ইয়াছিন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলা সহ-সম্পাদক ও জেলা হোটেল-রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়া উদ্দিন ফয়সাল।
আরও উপস্থিত ছিলেন চৌমুহনী শহর ৫নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন নিশান, ৬নং ওয়ার্ড সহ সভাপতি মাহফুজুর রহমান।
এছাড়া ও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ত।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।