ঈদগাঁওতে বিদায়ী সংবর্ধনায়- জাহাঙ্গীর স্যার
মুখস্থ বিদ্যা নয়,সৃজনশীলতার চর্চা হউক
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁওতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্যােগে আসন্ন এইসএসসি পরীক্ষাথী দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাব পরিচালক, সরকারী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন- শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা সত্যিকার মানুষ গড়ার লক্ষে একমাত্র উপায় নয়,পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ও বাস্তবমুখী ইতিবাচক পরিবর্তনের আঙ্গিকে শিক্ষাথীদের প্রস্তুত করত হবে। মুখস্থ বিদ্যা নয়,সৃজনশীলতার চর্চা হউক।
২৭ জুন দুপুরে ঈদগাঁও বাসস্টেশনস্থ আরাফাত শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় লেংগুয়েজ ক্লাব প্রাঙ্গনে বিদায়ী শিক্ষাথী কতৃক আয়োজিত এই মহতি অনুষ্ঠানে বিদায়ীদের পক্ষে বক্তব্য রাখেন হাসান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড়শতাধিক পরীক্ষাথী অংশ নেন।
এ বিদায়ী সংবর্ধনায় শিক্ষাথীরা ইসলামী সংগীত
আধুনিক গান, কবিতা পাঠের আয়োজন করেন।
সংগীত পরিবেশন করেছেন কন্ঠশিল্পী জয়নাল আবেদীন।
অনুষ্ঠান শেষে শিক্ষাথীদের পক্ষে বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিরল সম্মানে সম্মানীত করেছেন তাদের প্রিয় শিক্ষাগুরু জাহাঙ্গীর আলম স্যারকে
বিদায় বেলায় প্রিয় শিক্ষককে জড়িয়ে অনেকে আবেগ আপ্রুত হয়ে কান্না করেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।