মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর)
টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন টেংরী এলাকায় দুটি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে (৭৫ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৮মার্চ২০২৫)বিকালে মধুপুর পৌর-সভাধীন টেংরি গোরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করেন মধুপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় (বি-এস-টি-আই-)এর অনুমোদন ব্যতীত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে (বুন্দিয়া, খুরমা, নিমকি) তৈরিতে নিষিদ্ধ রং ও পোড়া তেলের ব্যবহার ইত্যাদি যা মানব দেহের অত্যন্ত ক্ষতিকর এ অপরাধে দুই ফ্যাক্টরি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ রঙের ব্যবহার বন্ধের নির্দেশ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন মধুপুর সেনা ক্যাম্পের একটি বিশেষ চৌকস দল।পুরো রমজান মাস জুড়ে এ অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ-ই আপোষহীন প্রশাসক রিফাত আনজুম পিয়া।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।