ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রীলীগের নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, কাশিয়ানী, গোপালগঞ্জ
মার্চ ১১, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি, কাশিয়ানী, গোপালগঞ্জ।

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রীলীগের নেতা গ্রেফতার।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক মনির হোসেন জানান, ৫ আগস্ট সরকার পতনের পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন লিংকন। সোমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গোপনে বাড়িতে যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে গেলে টের পেয়ে বাড়ির দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে লিংকন। এ সময় পুলিশ পেছনে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহারনামীয় আসামি।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।