ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে জলঢাকা প্রশাসন

মোঃ মিরাজুর রহমান নীলফামারী প্রতিনিধি
মার্চ ১০, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ মিরাজুর রহমান
নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা এলাকার মেসার্স এ.কে ব্রিকস ভাটাটি গুড়িয়ে দিয়েছেন জলঢাকা উপজেলা প্রশাসক । স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগন এটি দক্ষ টিম নিবিড়ভাবে পর্যবেক্ষন করে এবং সুনির্দিষ্ট প্রতিবেদন দাখিল করে। তাই গত বছরের ৩০ নভেম্বরে ভাটা মালিককে পরিবেশ ক্ষতি মূল্যায়ন করা হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে অপরাধ এবং ক্ষতিপূরণ গ্রহনযোগ্য হওয়ায় ১৯৯৫ এর ৭ ধারার আলোকে পরিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ সরকারের অনুকূলে মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর ঢাকা বরাবর পে-অর্ডার মূল্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অদ্য তারিখ হতে ইট ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে মালিকপক্ষ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে হাইকোর্ট তা খারিজ করে। তাই অবৈধ হওয়ায় এটি আজ গুড়িয়ে দেয় জলঢাকা উপজেলা প্রশাসন। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের নেতৃত্ব এতে অংশ নেয় স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, উপজেলায় মোট তিনটি অবৈধ ইটভাটা রয়েছে এরকম দুটির রিট হাইকোর্টে চলমান আর এ.কে ইট ভাটাটি সম্পুর্ন অবৈধ হওয়ায় এটি গুড়িয়ে দেওয়া হলো।বাকী গুলোতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।