কমলগঞ্জে মহিলার উপর চিনতাইকারীর হামলা
মোঃ নাজিম মিয়া কমলগঞ্জ মৌলভীবাজার স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে এক মহিলার উপর সশস্ত্র চিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত সোমবার (১০ মার্চ ২০২৫) সকাল ৯টার দিকে তিলকপুর আশ্রম কেন্দ্রের পাশে মণিপুরী এক মহিলাকে রাস্তার ওপর আক্রমণ করে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, আমতলা এলাকার ইউনুস মুন্সির ছেলে রাসেল মিয়া ওই মহিলার পথরোধ করে তার মুখ চেপে ধরে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কানের দুল ও গলার সোনার চেইন ছিনিয়ে নেয়। ঘটনার পর রাসেল মিয়াকে হরিনারায়ণ দিঘির পূর্ব পাড় দিয়ে হাওরের দিকে পালিয়ে যেতে দেখা যায়। হাওরের আশপাশে থাকা কৃষক ও স্থানীয় লোকজন জানান, রাসেল মিয়া ঘটনাস্থলে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন এবং তার আচরণ ছিল অস্বাভাবিক।
ভিকটিম মহিলা পরে রাসেল মিয়াকে শনাক্ত করেন। জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে। দিনের বেলায় প্রকাশ্যে চুরি ও ছিনতাই চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও তাকে পুলিশ হাতে-নাতে মোবাইল চুরি করার সময় গ্রেফতার করেছিল, তবে পরিবার তাকে জামিনে মুক্ত করে আনে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাসেল মিয়ার কারণে তারা আতঙ্কে রয়েছেন এবং কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এলাকায় তার দৌরাত্ম্য অব্যাহত থাকায় সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ভিকটিম ও স্থানীয় জনগণ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে দ্রুত রাসেল মিয়াকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন। তাদের মতে, প্রশাসন চাইলে যে কোনো কঠিন কাজ সহজেই সম্পন্ন করতে পারে, তাই তারা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।