ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

Developer Zone
নভেম্বর ২৭, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

 

শেখ মিরানুজ্জামান, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলার সকল ইউনিয়নের গরীব ও অসহায় চাষীদের স্বেচ্ছায় বিনামূল্যে আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার( ২৭ নভেম্বর) বেলা ১২ টায় রামপাল উপজেলা কৃষকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল সদর ইউনিয়নের সুন্দরবন মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়ে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলম মুন্সি, বিএনপি নেতা কবীর হোসেন, মোঃ মনিরুজ্জামান, রুহুল আমিন, ইসমাইল মোল্লা খোকন, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা স্বেচ্ছায় বিনামূল্যে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের গরীব ও অসহায় কৃষকদের আমন ধান কাটা কর্মসূচী হাতে নিয়েছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের কৃষকদের ভালোবাসেন। কৃষির উন্নয়নে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে বসে আছেন। তিনি অতীতেও কৃষির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মত কাজ করেছেন। এখনো তিনি এদেশের কৃষি ও কৃষকদের কল্যানে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ৭৫% মানুষ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল। আগামীতে তারেক রহমান এদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করবেন বলে আমরা আশাবাদী।

শেয়ার করুন: