ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

Developer Zone
জুলাই ১২, ২০২৪ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

[12/07, 20:04] Ropsa-মোল্লা জাহাঙ্গীর আলম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী-পুরুষ সমতার বীজ বপন করেছিলেন. সারমিন সালাম

মোল্লা জাহাঙ্গীর আলম/ ভ্রাম্যমাণ প্রতিনিধি //

খুলনার রূপসায় ৪ আসনের তৃতীয় বারের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী,এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালাম বলেছেন, মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকা ছিলো অপরিসীম।স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে এদেশের নারীরা সহায়তা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারী-পুরুষ সমতার বীজ বপন করেছিলেন। বঙ্গবন্ধু নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি সংসদে সংরক্ষিত মহিলা আসন প্রবর্তনসহ নানামুখী পদক্ষেপ নিয়ে ছিলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একমাত্র রাজনৈতিক দল যারা দলীয় সনদ ও নির্বাচনী ইশতেহারে নারী-পুরুষ সমানাধিকারের কথা উল্লেখ করেছে। বাংলাদেশের নারীরা অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে প্রতিটি ক্ষেত্রে কাজ করছেন।সামাজিক দৃষ্টিভঙ্গি উদার করার পাশাপাশি নারীদের এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী মহিলা সমাবেশ ১২ জুলাই বিকালে রূপসা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ইউপি সদস‍্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রিনা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সরদার আবুল কাশেম ডাবলু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা,ইউনিয়ন আওয়ামী লীগের ভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবিনা ইয়াছমিন এর পরিচালনায় এ সময় বক্তৃতা করেন শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজা সুলতানা, সাবিনা বেগম, যুগ্ম সম্পাদক এড.ফালগুনি ইয়াসমিন মিতা, সদস‍্য রোমেছা বেগম উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা খাতুন তুলি, তেরখাদা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা সুমি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মফিজুল ইসলাম,মামুন শেখ,ইউপি সদস‍্য আলমগীর হোসেন,শিরিনা আকতার, রেশমা আকতার, চয়নিকা খান, লিপিকা দাস,হাসনা হেনা,আইরিন বেগম, মাহমুদা বেগম, নাজমা বেগম, স্বপ্না পাল,আসমা বেগম,পারভীন বেগম, জেসমিন আকতারসহ অনেকেই উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব মহিলা লীগের আয়োজনে বৃক্ষরোপণ করেন রূপসা কলেজ চত্বরে।
[12/07, 20:13] +880 1740-604140: বিজয়নগরে ব্যবসায়ীর দেড় লাখ টাকা চুরি

বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাবসায়ীর দোকানের ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় চুরচক্র। উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ বাস টার্মিনালে মিজান শিকদারের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিজান শিকদার বাদী হয়ে বিজয়নগর থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, বৃহঃস্পতিবার সকাল ১০টায় মিজান তার ব্যবসার দেড় লক্ষ টাকা ক্যাশ ড্রয়ারে তালা দিয়ে জরুরী কাজে বাইরে গেলে তাৎক্ষনিকভাবে একটি চুর দ্রুত তার দোকানে ঢুকে ৩০ সেকেন্ডের মধ্যে ড্রয়ারের তালা ভেঙ্গে টাকাগুলো নিয়ে যায়। কিছুক্ষন পর দোকান মালিক মিজান তার দোকানে ডুকে দেখে ড্রয়ারের তালা ভেঙ্গে টাকা নিয়ে গেছে। আশেপাশে খোঁজাখোঁজি করে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয় চুর টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে মিজান জানান, ঘটনার ব্যাপারে আমি বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছি, প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে এছাড়াও সংঘবদ্ধ ডাকাতির ঘটনাও ঘটছে। আমি প্রশাসনের কাছে চোরচক্রটি ও ডাকাতদের দ্রুত গ্রেপতারের দাবী জানাচ্ছি

স্থানীয় ব্যবসায়ী শাহেদ আমিন খান জানান, সিসি ক্যামেরা দিয়েও আমরা নিরাপত্তা পাচ্ছিনা। এর আগে মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মার্কেটে মদিনা ব্যাটারি হাউজে ডাকাতি করে ৮ থেকে ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। কিন্তু ডাকাতের কোন সন্ধান আজও পাওয়া যায়নি। আমরা এসব ঘটনায় আতঙ্কিত আছি।

এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি তদন্ত হাসান জামিল জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।