অপরাধ

শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও কম্বল বিতরণ

ডেস্ক রিপোর্ট

২০ জানুয়ারি ২০২৫ , ৮:৫৬:১৮ প্রিন্ট সংস্করণ

শেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও কম্বল বিতরণ

মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলার রুপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিকেলে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের আয়োজনে শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জিয়াউর রহমান এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। বহু দলের গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। তিনি এদেশের কৃষক ও মানুষকে একটি স্বনির্ভর জাতি হিসেবে উপহার দিয়েছেন। সবার কাছে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, জাতীয়বাদী আদর্শের শক্তির সঙ্গে একত্র থেকে আগামী দিনে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলনের সাথে আমাদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক  সহ-সভাপতি এডভোকেট সামিউল ইসলাম আতাহার ও এডভোকেট মুখলেছুর রহমান জীবন, দপ্তর সম্পাদক সেলিম শাহী, সহ সাধারণ সম্পাদক আছাদুজ্জামান মিষ্টার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শ্রী জিতেন্দ্র মজুমদার, সহ সভাপতি মীর কাশেম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল হক মোল্লা, জেলা তাতীদলের আহ্বায়ক লালন মোল্লা, সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাধল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু, সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, শহর যুবদলের সাবেক আহ্বায়ক রাসেল সিকদার, সাবেক পৌর কাউন্সিলর রাশেদুজ্জামান রানা, যুবদল নেতা ইমন, মহিতুজ্জামান মেনন, রফিকুল ইসলাম, আরিফুর রহমান, জাহিদ হাসানসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

লোহাগড়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ॥ ৬ বছর পর বদলি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমরেড সিরাজ শিকদারের গ্রাফিতি মোছে ফেলায় ময়মনসিংহে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

জেনারেটরের শর্ট সার্কিটে পুড়ল ৮ দোকান সাইফুল ইসলাম নোয়াখালী থেকে নোয়াখালীর চাটখিলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান। শনিবার (৮ জুন) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিস বলছে ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর বাজারের জলিলের জুতা দোকান ও জোটন বাবুর জুয়েলার্স দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা সেখানে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি মদি, ১টি জুলেয়ার্স, ১টি জুতা দোকানসহ অন্তত আটটি দোকান পুড়ে গেছে। চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবুল কালাম জানান, ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। অগ্নিকান্ডের সময় বাজারে বিদ্যুৎ ছিলনা। তখন বৈদ্যুতিক জেনারেটর চালু ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।