৫ মে ২০২৫ , ১০:২৯:৩২ প্রিন্ট সংস্করণ
মোঃ আমজাদ হোসেন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা।
কুমিল্লার দেবিদ্বারে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোঃ মনির হোসেন (৩৫) নামের এক ভ্যানচালক কে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
আজ সোমবার (৫ মে) সকাল ১০টা ৩০মিনিটের দিকে উপজেলার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মনির হোসেন নারায়ণগঞ্জ জেলা সদরের গোদনাইল মীর পাড়ার আব্দুল মজিদের ছেলে। তিনি তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে উপজেলার ভিংলাবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা বাংলাদেশ সংবাদ কে তথ্য দিয়ে বলেন , সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিশুটি মনির হোসেনের বাসায় তার ছেলে-মেয়েদের সঙ্গে খেলছিল। এ সময় মনির হোসেন ভোক্তভোগী শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটি চিৎকার করলে আশে-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা অভিযুক্ত মনিরকে আটকে রেখে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম একদল পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।