অপরাধ

জমকালো আয়োজনে আয়োজিত হয় নিশানা লেডিস ক্লাবের উদ্যোগে নারী উদ্যোক্তা সম্মেলন ও দেশীয় পন্যের মেলা

জমকালো আয়োজনে আয়োজিত হয় নিশানা লেডিস ক্লাবের উদ্যোগে নারী উদ্যোক্তা সম্মেলন ও দেশীয় পন্যের মেলা

স্টাফ রিপোর্টার
আবু সাঈদ তুষার
ঢাকা।

নানা আয়োজন আর মুখর পরিবেশে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছার মধ্যে দিয়ে “নিশানা লেডিস ক্লাব” এর উদ্যোগে আয়োজিত হয় নারী উদ্যোক্তা সম্মেলন ও পন্য প্রদর্শনী মেলা। মেলায় ১৮টি স্টোরে নারী উদ্যোক্তারা তাদের দেশীয় পন্য প্রদর্শন করে।

২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় “নিশানা লেডিস ক্লাব” এর উদ্যোগে আয়োজিত নারী উদ্যোক্তা সম্মেলন ও পন্য প্রদর্শনী মেলা “International Summit on Women’s Rights for Advancement and Product Exhibition, Dhaka, 2024” অনুষ্ঠিত হয়। নারী উদ্যোক্তা সম্মেলন ও পন্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় বাড্ডা থানার আফতাব নগর এলাকায় সি- ব্লকের সিরাজ কনভেনশন সেন্টারে।

“নারীর অগ্রগতি দেশের প্রগতি, নারীর দেশ: নারীর অধিকার, নারীর জন্য বিনিয়োগ এবং পুরুষের সহযোগীতা আনবে দেশের সমৃদ্ধি” সামিট শ্লোগানের মধ্যে দিয়ে নারী উদ্যোক্তাদের উন্নয়নের লক্ষ্যে আনুষ্ঠানিক ভাবে উপস্থাপন বক্তব্য রাখেন রুবা রুমানা (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নিশানা লেডিস ক্লাব),বক্তব্য রাখেন মাসুমা মীম (প্রেসিডেন্ট, নিশানা লেডিস ক্লাব), বক্তব্য রাখেন নাফিফা নেমু (ভাইস প্রেসিডেন্ট, নিশানা লেডিস ক্লাব), আরো বক্তব্য রাখেন সাঈদা আফরোজ (অর্গানাইজিং সেক্রেটারি, নিশানা লেডিস ক্লাব)। ফুলে তোরা দিয়ে বিশেষ অতিথিদেরকে বরণ করা হয়। নিশানা লেডিস ক্লাবের সম্মানিত ব্যক্তিবর্গ, টিভি অভিনেত্রী, নারী উদ্যোক্তা ও মিডিয়া পারসন সকলে উপস্থিতিতে অনুষ্ঠানটি জাঁকজমক ভাবে সম্পন্ন হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুমিন ফারহানা (ফর্মার মেম্বার অফ পার্লামেন্টে, পিপল রিপাবলিক অফ বাংলাদেশ ), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফারজানা খান (জানারেল ম্যানেজার, এস.এম.ই ফাউন্ডেশন), প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিলারা জামান (টিভি অভিনেত্রী)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল করিম আওয়াল ( স্পন্সর)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাফি শাহিন ( ডিরেক্টর, মার্কেটিং মিরোর ম্যাগাজিন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিফাত মাহবুব সাকিব ( বিশিষ্ট ব্যাংকার, লেখক, গবেষক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ কে এম সাইফুল আজম (ফর্মার ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ ওম্যান এফেয়ার্স), বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ডা এম মোক্তার হোসেন (ম্যানেজিং ডিরেক্টর, ফরাজি হসপিটাল লিমিটেড)। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্টোল হোল্ডার, পৃষ্ঠপোষক বৃন্দ এবং মাননীয় অতিথিবৃন্দ। বক্তব্য শেষে অতিথিবৃন্দের মধ্যে পদক বিতরণ করা হয়।

বিশিষ্ট ব্যাংকার,লেখক,গবেষক রিফাত মাহবুব সাকিব তার একান্ত সাক্ষাৎকারে বলেন নারী উদ্যোক্তাদের চূড়ান্ত সাফল্য পেতে গেলে দরকার সরকারি ও বেসরকারি ভাবে সহযোগিতা। এর মধ্যে রয়েছে সহজ ব্যাংক ঋণ ব্যবস্থা ও কারিগরী সহযোগিতা, পারিবারিক সহযোগিতাও খুব গুরুত্বপূর্ণ এখানে।

একজন স্টল নারীর উদ্যোক্তা দিল আফরোজ লতা বলেন, তার পেইজ আলমারিও। দেশিও প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে ভালবাসি। আমার সবই দেশিও পন্য। আমি পারিবারিকভাবে খুব সাপোর্ট পাচ্ছি এবং আমার স্বামীকে নিয়ে এসেছি এই অনুষ্ঠানে। প্রতিটি ফ্যামিলির উচিত নারীদেরকে সাপোর্ট করা। মেয়েরা তাহলে অনেক তাড়াতাড়ি ডেভেলপ করতে পারবে। আমার প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ দেশীয় যেমন মাদুরাসিল্ক, অনুসিল্ক, এক্সক্লুসিভ জামদানি সহ এরকম অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট আমার স্টলে আছে। এটা নিয়ে আমি কাজ করছি। আর আমি চাচ্ছি যে যারা নারীর উদ্যোক্তা আছে ছোট নারীর উদ্যোক্তা আছি যাদের গভার্মেন্ট থেকে আমাদেরকে ছোটখাটো একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিত তাহলে আমারা ব্যবসা অনেক এগিয়ে নিয়ে যেতে পারতাম।

“দৈনিক নাগরিক ভাবনা” র এক সাক্ষাৎকারে মিরোর ম্যাগাজিনের মার্কেটিং ডিরেক্টর রাফি শাহিন জিজ্ঞাসাবাদে রুবা রুমানা (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নিশানা লেডিস ক্লাব) বলেন, আজকের প্রোগ্রামটা যে অর্গানাইজ হচ্ছে নিশানা লেডিস ক্লাব এর পক্ষ থেকে তার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আজকের প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি প্রফেশনাল গভমেন্ট ও নারী উদ্যোক্তা দুই পক্ষকে নিয়ে। আমি অত্যন্ত খুশি আনন্দিত এবং খুশি যে অনুষ্ঠানটি আমরা সাকসেস করতে পেরেছি খুব সুন্দর হবে। সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটি পরিচালনার পিছনে অধিকতার কষ্ট করেছেন মিরর গ্রুপ। আমি তাদের সকলকেই অশেষ ধন্যবাদ জানাই।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content