৯ অক্টোবর ২০২৪ , ৫:২৭:২৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটে হাবেলী ছালেহিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা
শেখ মিরানুজ্জামান,বাগেরহাট জেলা,প্রতিনিধি:
বাগেরহাটে ঐতিহ্যবাহী হাবেলী ছালেহিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষেঊ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ অক্টোবর) দুপুরে হাবেলী ছালেহিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদ ও ্অভিভাবকদের সমন্বয়ে উক্ত সিরাতুন্নবী (সঃ) উদযাপন করা হয়।
মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ের সভাপতি শেখ হাসেম আলীর সভাপতিত্বে সিরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। সিরাতুন্নবী (সঃ) জীবনী নিয়ে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মৌলভী ্ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী সুপার মোঃ আলী আকবর, সিনিয়র মৌলভী তরফদার ওহিদুজ্জামান, সহকারী শিক্ষক সফিকুল আলম, তানিয়া মুক্তা লিপি, মোজাম্মেল হোসেন, সাইদুল ইসলাম, সমাজ সেবক, মারুফ হাওলাদার, শ্রমিক দল নেতা আবু হানিফ শেখ, শামিম, হাচান, সেলিম খান, ফকির মাসুম বিল্লাহ প্রমুখ।
এ সময় বিশ^ মানবতার মহামানব নবী করিম হয়রত মোহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়।