কৃষি

বাগেরহাটে হাবেলী ছালেহিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভা

শেখ মিরানুজ্জামান,বাগেরহাট জেলা,প্রতিনিধি:
বাগেরহাটে ঐতিহ্যবাহী হাবেলী ছালেহিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সিরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষেঊ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ অক্টোবর) দুপুরে হাবেলী ছালেহিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা পরিষদ ও ্অভিভাবকদের সমন্বয়ে উক্ত সিরাতুন্নবী (সঃ) উদযাপন করা হয়।
মাদ্রাসার লিল্লাহ বোডিংয়ের সভাপতি শেখ হাসেম আলীর সভাপতিত্বে সিরাতুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। সিরাতুন্নবী (সঃ) জীবনী নিয়ে আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মৌলভী ্ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী সুপার মোঃ আলী আকবর, সিনিয়র মৌলভী তরফদার ওহিদুজ্জামান, সহকারী শিক্ষক সফিকুল আলম, তানিয়া মুক্তা লিপি, মোজাম্মেল হোসেন, সাইদুল ইসলাম, সমাজ সেবক, মারুফ হাওলাদার, শ্রমিক দল নেতা আবু হানিফ শেখ, শামিম, হাচান, সেলিম খান, ফকির মাসুম বিল্লাহ প্রমুখ।
এ সময় বিশ^ মানবতার মহামানব নবী করিম হয়রত মোহাম্মদ (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অত্র প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

আন্ধারীঝাড়ে ধারের টাকা তুলতে হালখাতা এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ ধারের টাকা তুলতে ঋণগ্রহীতাদের কাছে হালখাতার চিঠি দিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল। এরইমধ্যে সবার কাছে হালখাতার চিঠি পৌঁছে দিয়েছেন তিনি। আগামী ১২ জানুয়ারি হালখাতা অনুষ্ঠিত হবে। হালখাতার একটা চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আব্দুল আউয়াল চিঠিতে লিখেছেন, ‘আপনাদের টাকা হাওলাত দিয়ে আমি আনন্দিত। আগামী ১২ জানুয়ারি হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতায় আপনি উপস্থিত হয়ে ঋণ পরিশোধ করে ঋণমুক্ত থাকুন।’ ধারের টাকা পরিশোধ করতে ৩৫ জন ঋণগ্রহীতাকে চিঠি দিয়েছেন ওই শিক্ষক। এসব মানুষের মধ্যে বেশিরভাগই তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ কাছের মানুষ। হালখাতার চিঠি পাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘হালখাতার চিঠি পেয়ে প্রথমে হতভম্ব হলেও পরে বুঝতে পেরেছি ধারের টাকা ফেরত দিতে দেরি হয়েছে। আশা করছি হালখাতায় তার টাকা পরিশোধ করে দেবো।’ হালখাতার আয়োজক শিক্ষক আব্দুল আউয়াল বলেন, ‘যারা টাকা ধার নিয়েছেন তাদের সঙ্গে প্রতিদিন ওঠাবসা রয়েছে। লজ্জায় তাদের কাছে টাকা ফেরতও চাইতে পারি না। তারাও দেওয়ার নাম করে না। পরে তাদের টাকা ফেরত দেওয়ার মাধ্যম হিসেবে হালখাতার ধারণা মাথায় আসে। এতে তাদের সঙ্গে মনোমালিন্যও হলো না, আবার টাকা ওঠার সম্ভাবনা শতভাগ রয়েছে।’ তিনি আরও বলেন, এ পর্যন্ত ৩৫ জনকে চিঠি দিয়েছি। এদের মধ্যে কেউ তিন বছর আগে টাকা নিয়েছেন। সবমিলিয়ে আমার তিন লাখ টাকার মতো ধার দেওয়া আছে। চিঠি পেয়ে অনেকে টাকা পরিশোধ করতে উদ্যোগ নিয়েছেন।

ডিবির পরিচয়ে অপহরণচেষ্টা, গাড়িসহ আটক ১

১৪ ট্রাক ভারতীয় চিনি কান্ডে জড়িত তিন চোরাকারবারি

গৃহবধুকে মারপিটের পর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার,মেয়েকে হারিয়ে পরিবার দিশেহারা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ শুরু