ঈদগাঁওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্ভোধন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের।
১১ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায় ঈদগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থা সভাপতি সুবল চাকমা সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্ভোধন করেছেন উপজেলা চেয়ারম্যান আবু তালেব।
এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুরাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ করিম সিকদার,মহিলা ভাইস চেয়ারম্যান কাউসার জাহান জেসমিন,জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদু রাজ্জাক, পোকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমেদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রাজিবুল হক চৌধুরী রিকো।
ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ক্রীড়া শিক্ষক নুরুল আমিন হেলালীর পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য ,ক্রীড়া সংস্থার সদস্যসহ ক্রীড়া শিক্ষকগণ।
উদ্বোধনী খেলায় নক আউটে ইসলামাবাদ ইউনিয়ন জালালাবাদ ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করেন।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।