ঈদগাঁও

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কতৃক তৃতীয় পর্যায়ে ফলজ গাছের চারা বিতরণ

ঈদগাঁও যুব ঐক্য পরিবার কতৃক তৃতীয় পর্যায়ে ফলজ গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

গাছ লাগান,পরিবেশ বাঁচান। একটি হলেও বৃক্ষ রোপন করব জনে জনে,সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে এ স্লোগানকে সামনে রেখে সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে চারা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

৩রা জুলাই সকাল ইসলামপুরের হাজীপাড়ায় মড়েল উচ্চ বিদ্যালয়ে এসব চারা বিতরন করা হয়। তৃতীয় পর্যায়ে ইউনিয়নের এই প্রতিষ্ঠানের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবুহেনা সাগর, ব্রাকের সাবেক শিক্ষা কর্মকর্তা নোমান,
হাজীপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালক
মো সাইফুল ইসলাম,সিনিয়র শিক্ষক এনামুল হক ও শফিকুল ইসলাম রানাসহ শিক্ষার্থীরা।

এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে ফলজ গাছের চারা পেয়ে মহাখুশিসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন চারা গ্রহণকারীরা।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content