১২ মে ২০২৫ , ১২:২৫:৫৩ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি:
ঘুষ দাবী ও বাদিকে হয়রানীর অভিযোগে নলছিটি থানার এসআই আতাউর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। গত ৮ মে ভুক্তভোগী নারী নুশরাত জাহান আইজিপিস কমপ্লেইন সেল,পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা। ও ডিআইজি মহোদয় বরিশাল রেঞ্জ পুলিশ, বরিশাল বিভাগ, বরিশাল। এবং ঝালকাঠি জেলায় পুলিশ সুপারের বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়নের পশ্চিম কয়া ৮ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা এইচ.এম শাহআলম শাহ এর মেয়ে নুশরাত জাহান বাদী হয়ে গত ১৭ মার্চ ২০২৫ ইং তারিখ নলছিটি থানায় একটি যৌতুক ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলা নং- (জি,আর-৩৮/২৫ নল) মামলাটির তদন্তভার নলছিটি থানায় কর্মরত এস.আই- এস.এম আতাউর রহমানের উপর ন্যাস্ত করা হয়। এরই ধারাবাহিকতায় এসআই আতাউর রহমান। বাদি নুশরাত জাহানের নিকট ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। উক্ত দাবিকৃত টাকা না দিলে মামলার আসামীদের অব্যহতি দিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান। এছাড়াও তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান, মামলার বাদি নুশরাত জাহানকে কু-প্রস্তাব দেন। পরবর্তীতে বাদী নুশরাত জাহান দাবিকৃত টাকা না দেওয়ায় মামলার আসামীদের সঙ্গে এসআই আতাউর রহমান, যোগসাজসে আসামীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার ৫ জন আসামীদেরকে অব্যাহতির সুপারিশ করে ৬ মে ২০২৫ ইং তারিখ আদালতে প্রতিবেদন দাখিল করেন । বাদি আরো অভিযোগ করেন তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান মামলার তদন্তকালে স্বাক্ষীগণ ও বাদী নুশরাত জাহানের বক্তব্য গ্রহন না করে মনগড়া প্রতিবেদন আদালতে দাখিল করেন ।
অভিযোগকারী নুশরাত জাহান বলেন, মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা আমাকে কু-প্রস্তাবও দিয়েছে। উপরোক্ত অভিযোগগুলো